নারায়ণগঞ্জ-১ আসনে গাজী-কাজীর লড়াইয়ে এগিয়ে নৌকা
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার
রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ আসন। শিল্পাঞ্চল নামে খ্যাত এ আসনে স্বাধীনতা-পরবর্তী বেশিরভাগ সময় এ আসনে আওয়ামী লীগ ও বিএনপির দুই দলই ক্ষমতায় সমান আধিপত্য বিস্তার করে আসছে। আসনটি ধরে রাখতে সরকারের উন্নয়নকে প্রচারে জোর দিচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী।
এবারের নির্বাচনে এ আসনে সাতজন প্রার্থী হলেও মূল লড়াই হবে আওয়ামী লীগের গোলাম দস্তগীর গাজী ও বিএনপির কাজী মনিরুজ্জামানের সঙ্গে। যদিও এ আসনে জাতীয় পার্টির আজম খান লাঙ্গল, জাকের পার্টির মাহফুজুর রহমান গোলাপ ফুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ইমদাদ উল্লাহ হাতপাখা, সিপিবির মনিরুজ্জামান চন্দন কাস্তে, স্বতন্ত্র প্রার্থী হাবিব রহমান সিংহ মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রূপগঞ্জ উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ আসন। এক সময়ের জামদানি শিল্পসমৃদ্ধ অঞ্চলটি এখন শিল্পনগর হিসেবে সুপরিচিত। আগামী নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে শহরতলির চায়ের দোকান থেকে শুরু করে রাস্তাঘাট। ব্যানার পোস্টারে ছেঁয়ে গেছে প্রতিটি অলিগলি।
পরিসংখ্যান বলছে, স্বাধীনতার পর ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত চারটি নির্বাচনে দুইবার জয় পান বিএনপির হেভিওয়েট প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আব্দুল মতিন চৌধুরী। ১৯৯৬ ও ২০০৮ সালে আসনটি দখলে নেয় আওয়ামী লীগের মেজর জেনারেল কে এম শফিউল্লাহ ও গোলাম দস্তগীর গাজী।
ভোটাররা বলছেন, নারী ও শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে এবারো আমরা গাজী সহেবকে ভোট দিব।
