সোনারগাঁয়ে ভুল চিকিৎসায় শিশু মৃত্যু
সোনারগাঁও প্রতিনিধি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভুল চিকিৎসায় ছোঁয়ামনি নামের এক শিশু মৃত্যুর ঘটনায় গঠিত তদন্তে গড়িমসির অভিযোগ তুলেছে নিহতের পরিবার। বুধবার দুপুরে সোনারগাঁ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছোঁয়ামনির মা রুনা ইসলাম এ অভিযোগ তোলেন। এ সময় উপস্থিত ছিলেন ছোঁয়ামনির বাবা কামরুল ইসলাম, গ্রামবাসী বাবুল মিয়া, মফিজুল ইসলাম, দুলাল মিয়া প্রমুখ।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর গ্রামের কামরুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য রুনা ইসলাম দম্পতির ছোট মেয়ে ছোঁয়ামনির জ্বর হলে গত ২৩ অক্টোবর বিকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত নতুন সেবা নামের একটি ক্লিনিকে নিয়ে যান। ওই সময়ে ডা. সাজ্জাদ হোসেন সুমন ওই শিশুর চিকিৎসা করেন।
ওই ডাক্তারের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকজন অভিযোগ তোলেন। পরে ২৫ অক্টোবর নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহম্মেদ চৌধুরীকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। কমিটির অন্য সদস্যরা হলেন- রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্স শিশু ডা. মাহমুদা রহমান ও বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ ওমর খালিদ ফয়সাল।
সংবাদ সম্মেলনের নিহত শিশু ছোঁয়ামনির মা সাবেক ইউপি সদস্য রুনা ইসলাম লিখিত বক্তব্যে বলেন, তার মেয়ের মৃত্যু নিয়ে গঠিত তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট প্রকাশ করেনি। তাছাড়া তদন্ত করতে গড়িমসি করে। দু’মাস পেরিয়ে গেলেও এখনও তদন্ত শেষ করেনি। তদন্তের বিষয়ে ডা. তানভীর আহম্মেদ চৌধুরীর সঙ্গে কথা বলতে গেলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে তার কক্ষে থেকে বের করে দেন। পরে আমার বিরুদ্ধে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহম্মেদ চৌধুরী বলেন, অন্য উপজেলার দু’জন শিশু বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে তদন্ত করে রিপোর্ট সিভিল সার্জনের কাছে প্রেরণ করা হয়েছে। সঠিক সময়েই তদন্ত শেষ হয়েছে।
