বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

সোনারগাঁও জাদুঘরে তিনদিন ব্যাপী বৈশাখী মেলা ও বর্ষবরণ উৎসব শুরু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে তিনদিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার মেলার প্রথম দিনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু করা হয়েছে। মেলা চলবে আগামী রবিবার পযর্ন্ত। মেলা উপলক্ষে কারুপণ্যের বিভিন্ন ধরণের তৈজসপত্র, খেলনা, মুড়ি-মুড়কি, মিঠাইয়ের পসরা বসেছে। এতে বায়স্কোপ, পুতুলনাচ, গ্রামীণ খেলা ইত্যাদি চিত্তবিনোদনের ব্যবস্থা রয়েছে।

ফাউন্ডেশনের পরিচালক রবিন্দ্র গোপের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক কামাল লোহানী।