শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নে ভাসছে : জি এম আরাফাত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৩ এএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা জি এম আরাফাতকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদ। এ সময় আগামী দিনে আওয়ামীলীগকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের সকলের ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার ১২ এপ্রিল রাত সাড়ে ৯টায় শহরের দুই নং রেল গেটস্থ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী ও মহানগর আওয়ামীলীগের সদস্য সাব্বির আহম্মেদ সাগর। তাদের ফুলে দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ও মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল, সাংগঠনিক সম্পাদক মীর আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন জনি, ত্রাণ ও পূর্ণবার্সন মন্ত্রী আমিনুল ইসলাম রিপন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান।

আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের তথ্য ও গবেষনা সম্পাদক তাহের উদ্দিন আহম্মেদ সানি, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর যুবলীগ নেতা সেলিম হাসান দিনার, আলতাব, সুজন মল্লিক, পরিতোষ সাহা প্রমুখ।

বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দের উদ্দেশ্যে জি এম আরাফাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বে উন্নত দেশের সাথে পাল্লা দিচ্ছে। নারীদের অধিকারে তিনি সবর্ত্রক সকল নির্দেশনা দিচ্ছে। ২০২১ ভিশনে বাংলাদেশ আজ বিশ্বে কাছে উন্নত দেশে পরিণত হয়েছে। দেশের সকল জনগনের সুবিধা লক্ষ্যে বেকারত্ব দূরীকরণে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। পদ্মা সেতু বহু হাজারো কাজের মাধ্যমে দেশ উন্নয়নে ভাসছে। বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। আগামী দিনে তাকে আবারো নৌকা মার্কা ভোট দিয়ে, দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী করে দেশকে উন্নত দেশের রূপান্তর করা জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।