মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৪ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

স্নান উৎসবে শারদাঞ্জলি ফোরামের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৯ পিএম, ১২ এপ্রিল ২০১৯ শুক্রবার

মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

শুক্রবার ( ১২ এপ্রিল ) সকাল থেকে শুরু  থেকে সেবা ক্যাম্প তাদের কার্যক্রম শুরু করে । দেশ-বিদেশ থেকে লাঙ্গলবন্দ স্নান উৎসবে আগত পুণ্যার্থীদের শারদাঞ্জলি ফোরামের উদ্দ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করা হয় ।

শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও লাঙ্গলবন্দ স্নান উৎসবে আগত পুণ্যার্থীদের শারদাঞ্জলি ফোরামের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে । স্নান উৎসব পর্যন্ত আমাদের এই সেবা চলবে।

এ সময়ে উপস্থিত ছিলেন, শারদাঞ্জলি ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আশিস দাস, সাধারণ সম্পাদক উৎপল সাহা, বন্দর কমিটির সভাপতি হরিদাসসহ নেতৃবৃন্দরা।