রোববার   ০৯ নভেম্বর ২০২৫   কার্তিক ২৪ ১৪৩২   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

নারায়ণগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণ, আটক ২

  নারায়ণগঞ্জ প্রতিনিধি 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:২৮ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল আক্তার মিষ্টি (১৩) কে অপহরণের অভিযোগে জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, রাজিয়া বেগম (৪৫) ও তার ছেলে রেজাউল (২৬)। তাদেরকে ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ।

ফতুল্লা থানার ওসি মঞ্জুর কাদের জানান, জান্নাতুল পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন চম্পাপুর মাছুয়াখালী গ্রামের মৃত হাশেম হাওলাদারের ছেলে নাসির উদ্দিনের মেয়ে। তারা ফতুল্লার দাপাইদ্রাকপুর পাইলট স্কুল রোড আয়েদ আলীর ভাড়া বাড়িতে বসবাস করেন। অপহরণকারীরা পাশেই লিটনের বাড়িতে ভাড়া থাকতেন। 

জান্নাতুলের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ৭ ডিসেম্বর সকালে জহিরুল ইসলাম তার মা বাবা ও ভাইয়ের ইন্ধনে জান্নাতুল আক্তার মিষ্টিকে বাসার সামনে থেকে জোর পূর্বক অপহরণ করে।

এই ঘটনায় ফতুল্লা থানায় নাসির বাদী হয়ে মামলা করলে পুলিশ ৩ নম্বর আসামি রাজিয়া বেগম ও ৪ নম্বর আসামি রেজাউলকে আটক করেছে।

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, ভিকটিম উদ্ধার হয়নি। তাই ভিকটিম উদ্ধারের জন্য রিমান্ড চেয়েছি।