নববর্ষর মুখোশ, সরাচিত্র পাওয়া যাচ্ছে নারায়ণগঞ্জ চারুকলায়
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২২ পিএম, ৯ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

বাংলা নববর্ষ ১৪২৬ সন আসতে আর কয়েক দিন মাত্র বাকি। নববর্ষকে স্বাগত জানাতে প্রতিবারের মতো এবারও শোভাযাত্রার আয়োজন করছে নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউট। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ মুখোশ, সরাচিত্র পাওয়া যাচ্ছে নারায়ণগঞ্জ চারুকলায়।
এ উপলক্ষে চারুকলা প্রাঙ্গণে দিনরাত চলছে বর্ষ বরণের প্রস্তুতি। চলছে মুখোশ, সরাচিত্র, জল রং ও মুখের অবয়ব নির্মাণ। হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে আধুনিক মানুষের গভীরে স্থাপন করতে এবং আমাদের শিকড় মজবুত করতে চারুকলার শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে চলছে এসব প্রস্তুতি।
‘মস্তক তুলিতে দাও উদাত্ত আকা’ এ কথায় বিশ্বাস রেখে চারুকলা চায় সবার সঙ্গে এ আনন্দ ভাগ করে নিতে। তাই মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে জল রং, মুখোশ, সরাচিত্র এবং মুখের অবয়ব। পাওয়া যাবে নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউট প্রাঙ্গণে।
সর্বোপরি শোভাযাত্রার এ আয়োজনে পাশে থাকার আমন্ত্রণ রইলো সবাইকে।