শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

বন্দরে ১০ টাকা দরে চাল বিতরণ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

বন্দরের বাগবাড়ীতে হতদরিদ্র মানুষের খাদ্যের চাহিদা নিশ্চিত করতে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। 

সোমবার (৮ এপ্রিল) সকাল ১০টা থেকে বন্দরের ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রমজান আলীর মাধ্যমে, খাদ্য অধিদপ্তর এই কার্যক্রমটি পরিচালনা করেন। এ সময় প্রত্যেক কার্ডপ্রাপ্ত ব্যক্তিকে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত চাল দেয়া হয়েছে।

বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক আহম্মেদ আলী বেপারী, হাবিবুর রহমান, রাজা মিয়া, দ্বীন ইসলাম, ফিকীর মিয়া, সাব্বির ও শাওন প্রমুখ।