মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৪ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

কেউ আতঙ্কিত হবেন নাঃ সেলিম ওসমান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

নারায়ণগঞ্জে বর্তমান পরিস্থিতিতে কাউকে আতঙ্কিত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন সদর-বন্দর আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। 

তিনি বলেন, সমস্যা যত বড়ই হোক না কেন আলোচনার মাধ্যমে অবশ্যই সকল সমস্যার সমাধান সম্ভব। আমাকে যেহেতু সকলে মুরুব্বি মনে করেন তাই আমি এক এক করে সবার সাথেই আলোচনায় বসে বর্তমান সমস্যার সুষ্ঠু সমাধান করতে পারবো বলে বিশ্বাস করি। কিন্তু কোন অবস্থায় কারো দম্ভ করা উচিৎ নয়, সে প্রশাসন হোক আর জনপ্রতিনিধি হোক। রাস্তাঘাট বন্ধ করে নারায়ণগঞ্জ স্তদ্ধ করার প্রয়োজন পড়বে না। আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান করা হবে। 

তিনি আরো বলেন, বর্তমানে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে ব্যবসা বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ব্যবসায়ীদের সার্বিক সহযোগীতা করে যাচ্ছেন যাতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ না হয়। সেখানে কেউ যদি আমার ব্যবসায়ী ভাইদের ক্ষতিগ্রস্থ করার চেষ্টা করে তাহলে আমরা চুপ করে বসে থাকবো না। আমিই নারায়ণগঞ্জে ব্যবসায়ীদের নিয়ে সাদা পতাকা নিয়ে মিছিল করে ছিলাম। প্রয়োজনে ব্যবসায়ীদের নিয়ে এবার লাল পতাকা মিছিল করবো। তবে আমি আশাবাদী আসন্ন বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ এবং ইসলাম ধর্মীয় পবিত্র মাহে রমজান উৎসব গুলোর মধ্য দিয়ে সৃষ্টিকর্তা আমাদের সকল সমস্যা থেকে মুক্ত করে একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলা হবে। গতকাল রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের তৃতীয় তলায় অডিটোরিয়ামে আসন্ন মহাতীর্থ লাঙ্গলবন্দ উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ হিন্দু নেতৃবৃন্দের সাথে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে লাঙ্গলবন্দ আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা নারায়ণগঞ্জে বিদ্যমান বর্তমান পরিস্থতি নিয়ে শংঙ্কা প্রকাশ করার পরিপ্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান এসব কথা বলেন। 

উক্ত সভায় এমপি সেলিম ওসমান দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি কমান্ডার গোপি নাথদাসের সুস্থতা কামনা করে সকলকে মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করার অনুরোধ করেন। সেই সাথে তিনি গোপি নাথের চিকিৎসার জন্য ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকা এবং অন্যান্যদের সহযোগীতায় আরো ৫ লাখ টাকার ব্যবস্থা করতে মানবিক বিবেচনায় ব্যবসায়ী সংগঠন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে অসুস্থ গোপীনাথের পাশে দাড়ানোর আহবান করেন। লাঙ্গলবন্দ উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, লাঙ্গলবন্দ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজিত সাহা, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, লাঙ্গলবন্দ উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাসুদেব চক্রবর্তী প্রমুখ।