মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৪ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

প্রশাসনের সহযোগীতায় আমরা কাজ করব ; জাহের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৪ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রোববার

জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের বলেন, নারায়ণগঞ্জে বর্তমান রাজনীতিকে অশান্ত করার জন্য কতিপয় নেতাকর্মীরা জামাত-বিএনপির সাথে আঁতাত করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে।  আপনাদের মনে রাখতে হবে যে, নারায়ণগঞ্জে ধারাবাহিক ভাবে উন্নয়ণ হচ্ছে। 

নারায়ণগঞ্জের জনগন অনেক শান্তিতে আছে।  গুটি কয়েক ব্যাক্তিদের কূট-কৌশলে নারায়ণগঞ্জের উন্নয়নকে বাধাগ্রস্ত হচ্ছে।  প্রশাসন আমাদের ভাই, প্রশাসনের সহযোগীতায় আমরা উন্নয়ণ করব।  প্রয়োজনে আমরা উন্নয়নে হাত বাড়িয়ে দিব।

রবিবার (৭ এপ্রিল) বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা আয়োজিত বার্ষিক ক্রীড়া ও মেধা নির্ণয়ের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাদ্রাসা শিক্ষা হোক মুসলমানদের প্রথম শিক্ষা এই শ্লোগানকে সামনে রেখে ভবিষ্যৎ প্রজন্মকে সামনের ‍দিকে এগিয়ে নিতে হবে। 
আজ মাদ্রাসায় সুশৃঙ্খলভাবে কোমলমতি শিক্ষার্থীদের ক্রীড়া ও মেধা নির্নয়ের অনুষ্ঠান আয়োজন করায় আমি অত্র মাদ্রাসার সভাপতি নাজমুল হাসান আরিফকে সাধুবাদ জানাই। 

পাশাপাশি অত্র মাদ্রাসার শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ছাত্র-ছাত্রীদের নিজের পরিবারের সদস্যের মত শিষ্টাচার শিখাবেন। 

এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী।

বন্দর ইসলামিয়া ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি (ছাত্রলীগনেতা) নাজমুল হাসান আরিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিন, নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, অত্র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল হক, শাহী মসজিদ পঞ্চায়েত কমিটির সেক্রেটারি আমিনুল ইসলাম, নুরুল ইসলাম, নুর মোহাম্মদ, শাহী জামে মসজিদের পেশ ঈমাম মুফতি মোহাম্মদ ইসমাঈল, ডা.নোমান, মাওলানা আবু সাঈদ প্রমুখ। 

পরিশেষে সকল কৃতি ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়। বন্দরে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার