বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ডাক্তার বা নার্সিং সেবা মানবসেবা ; রাব্বী মিয়া

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩২ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রোববার

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, মানুষ তার শরীরের ভেতরের স্বাস্থ্য লক্ষ্য রাখেনা।  মানুষ তার উপরের শরীরকে সুন্দর দেখানোর জন্য কত ভালো ভালো পোশাক পরিধান করে।  কিন্তু মানুষের ভেতরের স্বাস্থ্যটা সঠিক রাখার জন্য ভালোমন্দ খাবার খাওয়ার প্রয়োজন।  শুধু টাকার পেছনে ছুটে কাজ করলেই হবেনা স্বাস্থ্যের প্রতিও যত্ন নিতে হবে। 

ডাক্তার বা নার্সিং সেবাকে কখন বেতন বা গ্রেড দিয়ে বিবেচনা করা যাবেনা, এটা একটা মানবসেবা।  ডাক্তার হওয়া, নার্স হওয়া এটা শুধু একটা পেশা না এটা একটা নেশাও।  রোববার (৭ মার্চ ) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ’বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৯’ উপলক্ষে সিভিল সার্জন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, তোমরা যারা তরুণ সাংবাদিক আছো তোমরা  সবাই তোমাদের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবে।  সারাদিন শুধু পরিশ্রম করে সংবাদ যোগাড় আর লিখলেই হবেনা, সঠিক সময় খাবারও খেতে হবে, বিশ্রাম নিতে হবে।  তোমরা একটা কথা স্মরণ রাখবে যদি তুমি সৎ থাক তাহলে তোমার পেশায় তুমি একদিন তোমার লক্ষ্যে  পৌঁছাবেই। 

আলোচনা সভায় নারায়ণগঞ্জ জেলার (ভারপ্রাপ্ত) সিভিল সার্জন ডাঃ মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল)  মোহাম্মদ মেহেদী ইমরান সিদ্দিকী, কল্যাণী সেবা সংস্থার নির্বাহী পরিচালক ডাঃ জি এম জব্বার চিশতী, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের ( মেডিসিন) কনসালটেন্ট ডাঃ সুকান্ত দাস, নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রহিমা আক্তার লিজা, মানবকল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান, নারায়ণগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।