শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রশাসন আমাদের বন্ধু, প্রধানমন্ত্রীর নির্দেশনা পালন করছে: আনোয়ার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১৩ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রোববার

জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন- মাদক, সন্ত্রাসী, জঙ্গীবাদের  বিরুদ্ধে আজকে পুলিশ প্রশাসন ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। আমরা তাদেরকে স্বাগতম জানাই। কারণ তারা প্রধানমন্ত্রীর নির্দেশনা পালন করছে। তারা আমাদের বন্ধু। কিন্তু এ  প্রশাসনে ভিতরে থেকে অনেকে মাদকের ব্যবসা করছে। শুধু যে প্রশাসনে হচ্ছে এমনটা নয় আবার দলে নাম ভাঙ্গিয়ে অনেকে মাদকের ব্যবসা করছে।


শনিবার ( ৬ এপ্রিল ) দুপুরে হাজিগঞ্জে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণ, মিলাদ ও  বিজ্ঞাগানাগারের শুভ সূচনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সকল কথা বলেন।


তিনি বলেন,  দলমত নির্বিশেষে প্রশাসনের উচিত এই বাংলাদেশকে  দুর্নীতি ,সন্ত্রাস, মাদক, ভুমিদস্যু মুক্ত বাংলাদেশ  সৃষ্টি করা । প্রশাসনের এই নীতিতে প্রাধান্য দিতে পারলে দেশ আরো এগিয়ে যেতে পারবে। 


আজকে যদি এগিয়ে যেতে চাই শুধু প্রশাসন দিয়ে হবে না। প্রশাসনের পাশাপাশি জনগণকেও কাজ করতে হবে। সচেতন সৃষ্টি করতে হবে জঙ্গী, সন্ত্রাস, মাদক, দুর্নীতি সমাজের জন্য খারাপ। এই বার্তাটি জনগণে কাছে পৌঁছে দিতে হবে। তাহলেই মাদক, সন্ত্রাস দুর্নীতি প্রতিরোধ হবে। 


তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় আসা পর এ দেশকে  বঙ্গবন্ধু আদর্শকে বাস্তবায়ন করার জন্য তিনি লড়াই সংগ্রাম করে যাচ্ছেন। সেই সংগ্রাম লড়াই আন্দোলনকে আমরা এগিয়ে নেয়ার জন্য। 


এই এলাকার আওয়ামীলীগ ও যারা রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে যে বিবেদ ছিলো। আসুন আমরা সব কিছু ভুলে গিয়ে দেশ ও জাতীর স্বার্থে এক সাথে কাজ করে  দেশ গড়ে তুলি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে এ দেশকে এগিয়ে নিয়ে যাই।


অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যা নিকেতন পরিচালনা কমিটি সভাপতি শাহ আলম ও এড. আলাউদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এড. নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন আহমেদ, এড. আব্দুল মজিদ খন্দকার, নেয়ামত হোসেন, পাঠানটুলী আইল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়  প্রধান শিক্ষক পবিত্র চন্দ্র বর্মন, সহকারী প্রধান শিক্ষক মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।