শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

পহেলা বৈশাখকে ঘিরে আইনশৃঙ্খলাবাহিনী তৎপর থাকবে : রাব্বী মিয়া

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৪ এএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

পহেলা বৈশাখে কঠোর নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলাবাহিনী তৎপর থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক রাব্বি মিয়া। তিনি বলেন, এজন্য পর্যাপ্ত পরিমাণ পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা বাহিনীর সদস্য রাখা হবে এবং তারা প্রত্যেকেই নিরাপত্তা রক্ষার স্বার্থে মাঠে তৎপর থাকবে। বাংলা ১৪২৬ সনের পহেলা বৈশাখে শিশুদের পান্তা ইলিশ খাওয়ানো হবে আমার (জেলা প্রসাশকের) বাংলোতে। শিশুদের মনোরঞ্জণ করার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ, গান ও বিভিন্ন রকমের আয়োজন করা হবে। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলকসভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন, পহেলা বৈশাখের দিন সকালে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও বিভিন্ন সংস্থার লোকজন নিয়ে শহরে একটি র‌্যালি বের করা হবে । র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আমার (জেলা প্রশাসকের) বাংলোতে এসে শেষ করে পান্তা ইলিশ অনুষ্ঠানে যোগ দেবে। 

জেলা প্রশাসকের সভাপতিত্বে প্রস্তুতিসভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.জসিম উদ্দিন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম বিল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক, র‌্যাব-১১ এর সিনিয়র এসপি মোস্তাফিজুর রহমান, জেল সুপার সুবাস ঘোষ, নারায়ণগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনোয়ারা সুরুজ প্রমুখ উপস্থিত ছিলেন।