শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত হবে : অমল পোদ্দার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০৭ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার
মেট্রো নিটিং এন্ড ডাইং মিলস্ লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক ও সিআইপি অমল পোদ্দার বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালে বাংলাদেশ একটি সয়ংসম্পূর্ণ ও উন্নত দেশ হিসেবে পরিণত হবে।
শুক্রবার (২৯ মার্চ) সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নস্থ ৫নং নানাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, প্রযুক্তির সুফল আজ প্রত্যেকে পাচ্ছে, যার অবদান শেখ হাসিনার। তিনি দেশকে দিতে চান কিছু নিতে আসেন নি। বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছেন আর তার কন্যা দেশকে সাজাতে কাজ করেছেন। আমাদের দেশের জনশক্তি রয়েছে তাই সততা ও নিষ্ঠার সাথে সবাই কাজ করলে দেশের উন্নয়ন সম্ভব। আমি অত্র নানাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সকল সহায়তা দিতে প্রস্তুত আছি তবে স্কুলটিকে সর্বদিক দিয়ে সোনারগাঁয়ের মধ্যে সেরা অর্থাৎ ১ নম্বর স্কুল হিসেবে পরিগণিত হতে হবে।
সাদিপুর ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আবুল বাশার মিয়ার সার্বিক তত্বাবধানে ও হাবিবুর রহমান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু নাঈম ইকবাল ।
অতিথি হিসেবে বাদল পোদ্দার, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ফজলুল হক বিএসসি, সাবেক মেম্বার মোতালিব মিয়া, শফিকুল ইসলাম, এটিএম মোতালিব, হাবিবুর রহমান, সুকুমার রায়, সামছুজ্জামান মোল্লা, জাহাঙ্গির হোসেন, বাপ্পী পোদ্দার উপস্থিত ছিলেন। তাছাড়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, স্কুল কমিটির সাথে সম্পৃক্ত সকলে-শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও স্কুলের সকল শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করেন।
