শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

নকল চকলেট কারাখানায় ভ্রাম্যমাণ আদালত, জরিমানা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার

বন্দরে ভ্রাম্যমাণ আদালত নকল চকলেট কারাখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণের চকলেট ধ্বংস করেছে। সে সাথে অস্বাস্থ্যকর পরিবেশে চকলেট তৈরি ও বাজারজাত করার অপরাধে কারখানা কতৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় দোষী সাব্যস্থ করে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
 
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ৩টায় বন্দর উপজেলা পরিষদের নির্বাহী  কর্মকর্তা পিন্টু বেপারী বন্দরে ২১ নং ওয়ার্ডস্থ সোনাকান্দা এনায়েতনগর এলাকায় এ অভিযান চালায় । ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন বন্দর থানার উপ-পরিদর্শক আবু তালেবসহ তার সঙ্গীয় র্ফোস। 

এ ব্যাপারে বন্দরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট পিন্টু বেপারী গণমাধ্যমকে জানান, সোনাকান্দা চৌধূরীপাড়া এলাকার নূর মোহাম্মদ মিয়ার ছেলে সালাউদ্দিন ও তার ভাই মোজাম্মেল র্দীঘ দিন ধরে এনায়েতনগর এলাকায় নকল চকলেট তৈরি করে অবাধে বাজারে বিক্রি করে আসছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় দোষী সাব্যস্থ করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।