শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

বনানীর এফ আর টাওয়ারে আগুন, হতাহতের আশঙ্কা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, বড় ধরনের আগুন লেগেছে বনানীর এফ আর টাওয়ারে। আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট এখন পর্যন্ত ঘটনাস্থলে রয়েছে। আরো ইউনিট পাঠানো হচ্ছে।

তিনি আরো বলেন, তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।