বুধবার   ২০ আগস্ট ২০২৫   ভাদ্র ৪ ১৪৩২   ২৫ সফর ১৪৪৭

২০ লিটার দেশীয় এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২৪ মার্চ ২০১৯ রোববার

নগরীর সাহাপাড়া স্কুলঘাট এলাকা থেকে নারি ইসলাম (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। আসামী নারি বন্দর কদম রসুল কলেজ এলাকার বাসিন্দা।


গ্রেফতারকালে তার কাছ থেকে ২০ লিটার অর্থাৎ ৩০ বোতল দেশীয় তৈরি এ্যালকোহল উদ্ধার করা হয়। শুক্রবার (২২ মার্চ) র‌্যাব-১১,সিপিএসসি,নারায়নগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, বৃহস্পতিবার (২১ মার্চ) র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের  ভিত্তিতে  নগরীর সাহা পাড়া সংলগ্ন স্কুলঘাট এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে  নারি ইসলামকে মাদক সহ গ্রেফতার করে র‌্যাব। 


এ আসামী উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ দেশীয় তৈরি এ্যালকোহল বিক্রয় করিয়া আসছিলো। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।