খেলার গামছা পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৪০ এএম, ২৪ মার্চ ২০১৯ রোববার

রাজধানী ডেমরার কদমতলা এলাকায় বাসায় খেলার সময় গলায় ফাঁস লেগে মাদ্রাসার এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরের এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিশুটির মামা আজগর আলী জানান, শনিবার দুপুরে মুসলিম নগরের ভাড়া বাসার দুই ভাই খেলছিল। হঠাৎ ছোট ভাই তাহসানের গলায় থাকা গামছাটি প্যাঁচ লেগে গলায় ফাঁস লাগে। ওই সময় অচেতন হয়ে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। বিকেল সাড়ে ৩টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাহসান স্থানীয় একটি হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার আশারকোঠা গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে তাহসান। দুই ভাই এক বোনের মধ্যে তাহসান দ্বিতীয়।