মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৩ এএম, ২৪ মার্চ ২০১৯ রোববার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কর্তৃক মশা নিয়ন্ত্রণে ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেল ৫টায় ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই। আগামী ২৬শে মার্চ ও শুক্রবার ব্যতীত ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন এ ক্রাশ প্রোগ্রাম চলমান থাকবে। তবে প্রয়োজনে এর মেয়াদ বাড়ানো হতে পারে। 

 

ক্রাশ প্রোগ্রাম চলার সময় প্রতিদিন লার্ভিসাইড, ম্যালেরিয়া অয়েল বি এবং ফগার মেশিনের সাহায্যে অ্যাডাল্টিসাইড নামের ওষুধ ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে ছিটানো হবে। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খান ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক মিজানুর রহমান, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সেলিম ফকির প্রমুখ।