মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

লালবাগে কাগজের কারখানার আগুন নিয়ন্ত্রণে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৮ এএম, ২৪ মার্চ ২০১৯ রোববার

রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি কাগজ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

 

শনিবার রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সা‌র্ভিস অ্যান্ড সি‌ভিল ডি‌ফে‌ন্সের কন্ট্রোল রুম সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে রাত পৌনে ১০টায় শহীদনগ‌রের ৬নং গ‌লি‌তে এ অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউ‌নিট আগুন নিয়ন্ত্র‌ণে কাজ করে।

ফায়ার সার্ভিস সদর দফতরে ডিউটি অফিসার আতাউর রহমান জানিয়েছিলেন, খবর পাওয়ার পরই পর্যায়ক্রমে ৭টি ইউনিট পাঠানো হয়ে। পরে আরেকটি ইউনিট বাড়ানো হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।