মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

বিশ্বাস বিল্ডার্স ভবনের আগুন নিয়ন্ত্রণে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০০ এএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার

রাজধানীর নিউমার্কেট এলাকার বিশ্বাস বিল্ডার্স ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার রাত সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাত ইউনিট প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, নিউ মার্কেটের বিশ্বাস বিল্ডার্স ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় রাতে সোয়া ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

তবে আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ডিউটি অফিসার মাহফুজ রিবেন।