আ. লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্য পরিবর্তন হয় : শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রচারণার অংশ হিসেবে রংপুরে অনুষ্ঠিত জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়'।
রবিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রংপুর -২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনি জনসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, বেকারত্ব লাঘবের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সে লক্ষ্যে দেশের তরুণ প্রজন্মকে বিভিন্ন কাজে অংশগ্রহণের জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে। এছাড়াও তাদের জন্য কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে ২ লক্ষ টাকা মাত্র ২ পারসেন্ট সার্ভিস চার্জে সার্ভিস দেওয়া হচ্ছে।
জনসভায় প্রধানমন্ত্রী আরও বলেন, উন্নয়নের অংশ হিসেবে রংপুরের প্রত্যেক উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন তৈরি করা হবে। এছাড়াও ৫৬০ টি মসজিদসহ একটি ইসলামিক কালচার সেন্টার প্রতিষ্ঠিত হবে।
রবিবার দুপুর সাড়ে ১২টায় তারাগঞ্জের সভামঞ্চে আসন গ্রহণ করেন শেখ হাসিনা। এর আগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে এসে সড়ক পথে তারাগঞ্জে পৌঁছান তিনি। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
রংপুরের তারাগঞ্জে আজকের নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুপুর আড়াইটায় সড়ক পথে পীরগঞ্জে পৌঁছে ওই আসনের সংসদ সদস্য প্রার্থী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি।
