মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

হয়ে গেল পুতুলের বিয়ে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪৬ এএম, ২২ মার্চ ২০১৯ শুক্রবার

শ্রোতাপ্রিয় সঙ্গীত শিল্পী ও উপস্থাপিকা সাজিয়া সুলতানা পুতুল বিয়ে করেছেন। বর কানাডা প্রবাসী নুরুল ইসলাম। বুধবার রাজধানীর মোহাম্মদপুরের একটি কনভেনশন সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। কানাডায় একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন নুরুল। এ ছাড়া ওয়েডিং ফটোগ্রাফির এজেন্সিও আছে তার।

 

বিয়ের অনুষ্ঠানে পুতুলের বন্ধু-বান্ধব, নিকট আত্মীয়স্বজনের উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন তপন চৌধুরী, কনা, কোনাল, লুৎফর হাসান, উপস্থাপক ফারহানা নিশো, ফ্যাশন ডিজাইনার বিপ্লবসহ অনেকে।

 

পুতুল বলেন, ‘পুরো বিয়ের ব্যাপারটি পারিবারিকভাবে এগিয়েছে। নতুন জীবন শুরু করলাম। সবাই দোয়া করবেন।’ এনটিভি আয়োজিত ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ ২০০৬ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরা দশে ছিলেন পুতুল।

শ্রোতাপ্রিয় এই সংগীতশিল্পী গান গাওয়ার পাশাপাশি উপস্থাপনা ও লেখালেখিও করেন। তার লেখা দুটি উপন্যাস হলো ‘একটি মনস্তাত্ত্বিক আত্মহনন ও তার পুতুলকাব্যিক প্রতিবেদন’ ও ‘জ্যোৎস্নারাতে বনে যেভাবে আমাদের যাওয়া হয়ে ওঠে না’।