মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

তিশার ঈদ ব্যস্ততা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৩ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

শুরু হলো জনপ্রিয় মডেল-অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ঈদ ব্যস্ততা। এই অভিনেত্রী গেল কয়েক বছর কোনো ধারাবাহিকে অভিনয় করছেন না। চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি বিশেষ দিবসের নাটকে অভিনয় করছেন। এরইমধ্যে তিনি ঈদের নাটকের শুটিং শুরু করেছেন বলে জানান। আসছে ঈদের জন্য সম্প্রতি তিনি শুটিং করেছেন সাগর জাহানের ‘তালমিছরি, না হাওয়াই মিঠাই’ শিরোনামের নতুন একটি সিরিজের। এটিতে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে ঈদে থাকছেন ‘ধামাকা অফার’ শিরোনামের একটি নাটকে।

এটির নির্মাতা মাসুদ সেজান। তিশা বলেন, আমি বিশেষ 
দিবসের বাইরে টিভি নাটকে অভিনয় করছি না। ঈদে জনপ্রিয় বেশ কয়েকজন নির্মাতার নাটকে আমাকে দেখা যাবে। ঈদের নাটকের প্রতি দর্শকদের আগ্রহ থাকে বেশি। তাই এই নাটকগুলো আমিও বেশ গুরুত্ব দিয়ে করি। এদিকে তিশা সম্প্রতি শেষ করেছেন অরুণ চৌধুরীর ‘মায়াবতী’ শিরোনামের একটি চলচ্চিত্রের শুটিং। এ ছবিতে তার বিপরীতে আছেন ইয়াশ রোহান। এই অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি হলো তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’। এটিতে তার সঙ্গে আরো আছেন সিয়াম। এতে তিশার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে।