মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

এবার ভারতীয় বিজ্ঞাপনের মডেল

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০৬ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

গতকাল ছিল মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়ার নতুন ছবির লুক সেট। মূলত এজন্য গতকাল কলকাতায় ছুটেছেন তিনি। যাওয়ার আগে তিনি জানান, নতুন ছবির লুক সেটের পাশাপাশি কলকাতায় একটি শোতে অংশ নেবো। আর পাঁচদিনের জন্য মুম্বই যেতে হবে আমাকে। সেখানে একটি বিজ্ঞাপনের শুটিং করবো। বালি হেয়ার অয়েল নামের ভারতীয় একটি পণ্যের বিজ্ঞাপন এটি। ভারতীয় কোনো বিজ্ঞাপনে এটাই আমার প্রথম অংশ নেয়া। আমি নতুন এ কাজটি নিয়ে বেশ আশাবাদী।

জানা যায়, আগামীকাল থেকে শুরু হবে নুসরাত ফারিয়ার নতুন বিজ্ঞাপনের টানা শুটিং। এরপর ২৬শে মার্চ কলকাতায় ফিরে আসবেন তিনি। এরপর ‘বিবাহ অভিযান’ নামে নতুন ছবির শুটিং শুরু করবেন তিনি। ছবিটি পরিচালনা করবেন বিরসা দাশগুপ্ত। আর ছবিতে নুসরাত ফারিয়ার বিপরীতে কলকাতার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ অভিনয় করবেন। এর আগে যৌথ প্রযোজনার ‘আশিকি’ ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া ও অঙ্কুশ। এদিকে বাংলাদেশে সবশেষ নুসরাত ফারিয়ার ‘ইন্সপেক্টর নটিকে’ ছবিটি মুক্তি পায়। সামনে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘শাহেনশাহ’ ছবিটি মুক্তি পাবে। এ ছবিটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনী।