মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

নেশা করে অভিনেত্রীর কাণ্ড!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩২ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী অংকিতা মজুমদার। কয়েকমাস হলো বিয়ে করেছেন। আর বিয়ের পর এবার তার বর সৌমিত্রের সঙ্গে প্রথম হোলি। হিন্দুদের এই উৎসব দোল পূর্ণিমা নামেও পরিচিত।

হিন্দুদের এই উৎসবকে নিয়ে ভারতীয় গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, রং আমার ভালই লাগে। দোলের দিনই তো রঙিন হওয়ার সুযোগ। তবে রং বলতে আবিরের কথা বোঝাতে চাইছি। আবির খেলতে ভাল লাগে। বিশেষ করে লাল আবির…। কিন্তু রঙে ভয় লাগে। বিয়ের পর এ বছর আমার আর সৌমিত্রর প্রথম দোল। আমার তো শুধু রঙে ভয়। কিন্তু ওর আবার রং বা আবির, সবেতেই ভয়। তবুও দেখি যদি সে দিন বাড়ি থেকে বের করতে পারি ওকে।

বিয়ের দোল উৎসব নিয়ে নিজের জীবনে একটি ঘটনা শেয়ার করলেন নায়িকা। তিনি বলেন, তিন-চার বছর আগে দোলের দিন বেশি ভাঙ (নেশা জাতীয় পাণীয়) খেয়ে ফেলেছিলাম। তখন গল্ফ গ্রিনে থাকতাম। ভাঙ খাওয়ার পরে এক বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলাম। কিন্তু তখন বাড়ি খুঁজে পাচ্ছিলাম না। আর মজার ব্যপার হলো সকালে যখন ঠিক হই তখন বুঝতে পারলাম বাড়ির চারপাশেই আড়াই ঘণ্টা ধরে ঘুরেছিলাম। তাও আবার হেঁটে হেঁটে। তখন তো বুঝতে পারিনি। 

অংকিতা বলেন, আসলে ভাঙ বা এ জাতীয় জিনিস থেকে আমি সাধারণত দূরেই থাকি। কিন্তু সে বার বন্ধুদের সঙ্গে মজার ছলে খেয়েই ফেলেছিলাম।