মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

রোম্যান্টিক ডান্সে নজর কাড়লেন রণবীর-আলিয়া

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২৭ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বলি মহলে তাদের প্রেম নিয়ে অনেক চর্চা হয়েছে। এখন ভক্তরা অপেক্ষায় রয়েছে কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এ তারকা জুটি। 

এদিকে, মঙ্গলবার ‘জি সিনে অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত রোম্যান্টিক ভাবেই ধরা দিলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। এদিনের অনুষ্ঠানে ঢোকা থেকে বাড়ি ফেরা পর্যন্ত সারাক্ষণ আলিয়ার হাত ধরে থাকতে দেখা যায় রণবীরকে।

এরপর ‘জি সিনে অ্যাওয়ার্ড’ এর মঞ্চে উঠে জ্যাকেট হাওয়ায় ছুঁড়ে ফেলে, হাঁটু গেড়ে বসে আলিয়াকে নাচের প্রস্তব দেন রণবীর। এরপর আলিয়ার ছবি ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’-এর ‘ইশক ওয়ালা লাভ’ গানের সঙ্গে নাচেন এ জুটি। রণবীরের কাণ্ড দেখে হেসে ফেলেন আলিয়াও। 

অন্যদিকে, রণবীর-আলিয়াকে কপি করে নাচতে দেখা যায় কার্তিক আরিয়ান ও ভিকি কৌশলকে। আলিয়া-রণবীরের এই রোম্যান্টির ডান্স পারফরম্যান্সের ভিডিও রণবীরের ফ্যান পেজের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।