শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

সমরাস্ত্র প্রদর্শনী ২৬ মার্চ শুরু

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:১২ এএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমান বন্দরে জাতীয় প্যারেড স্কোয়ারে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী হবে।

এ উপলক্ষে ২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত  প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সমরাস্ত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। এতে সপরিবারে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বুধবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী এ তথ্য জানান।

তিনি জানান, ৩০ মার্চ দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জনসাধারণের সঙ্গে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী।

এছাড়া ৩১ মার্চ দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সমরাস্ত্র প্রদর্শনী সর্বসাধারণের সঙ্গে সশস্ত্র বাহিনী সদস্যদের পরিবার ও তিন বাহিনীর পরিচালিত স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে। 

সমরাস্ত্র প্রদর্শনী এলাকায় কোনো ধরনের স্কুল ব্যাগ, হ্যান্ড ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, মোবাইল ফোন, ক্যামেরাসহ কোনো ধরনের ইলেক্ট্রনিক গেজেট বহন না করার জন্য দর্শকদের বিনীত অনুরোধ জানানো হচ্ছে।