চুলের যত্নে আলুর রস
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:০১ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

চুলের যত্নে পেঁয়াজের রস বেশ জনপ্রিয়। এটা সম্পর্কে বাড়তি কিছু বলার প্রয়োজন নেই। কিন্তু জানেন কি চুলের যত্নে দারুণ উপকারি আলুও? চুলের অনেক সমস্যার সমাধান হয় শুধু আলুর রস মাখলেই।
- আলুর রসে থাকে এসেনশিয়াল ভিটামিন যা অক্সিজেনের মাত্রা বাড়ায় ও কোলাজেন তৈরি করে। আলুর রস চুলের গোড়ায় ম্যাসাজ করলে চুলের বৃদ্ধি ঘটে।
- অতিরিক্ত তৈলাক্ত চুল গোড়া থেকে ভেঙে যায়। আলুর রসে থাকা স্টার্চ অতিরিক্ত তেল শুষে নিতে সাহায্য করে।
- স্ক্যাল্প শুকিয়ে গেলে খুশকি হয়। আলু ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করলে খুশকির সমস্যা কমে।
- চুল পড়া সমস্যায় কাজে আসবে আলুর রস। চুলের গোড়া দুর্বল হলে আলুর রস মাখলে গোড়ায় অক্সিজেন পৌঁছায়। এতে চুল শক্ত হয়।
- লালচে হওয়া চুল ঠিক করতে শ্যাম্পু করার পর আলু সিদ্ধ করা পানিতে চুল ধুয়ে নিন। নিয়মিত ব্যবহার করলে চুল ঠিক হয়ে যাবে।