আজ ভারতকে রুখবে বাঘিনীরা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:২২ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

ফাইনালে ওঠার স্বপ্ন, লড়তে হবে অপরাজেয় ভারতের বিপক্ষে। যারা কিনা গত ১৯ বছরের চ্যাম্পিয়নশিপের কোনো ম্যাচই হারেনি। তবে বাংলাদেশের বাঘিনীদের কাছে হোচট খেয়েছে তারা। নারী সাফ চ্যাম্পিয়নশিপের পাঁচটি টুর্নামেন্টের মোট ২১টি ম্যাচ খেলেছে ভারত। তাতে ২০ জয়। একটি ম্যাচ ড্র হয়েছিল, সেটা বাংলাদেশের বিপক্ষে।
ফলে অপ্রতিদ্বন্দ্বী ভারতীয় নারীদের চ্যালেঞ্জটা নিতে পারে বাংলাদেশের মেয়েরা। নেপালের বিরাটনগরে বিরাট চ্যালেঞ্জ বাঘিনীদের। সে চ্যালেঞ্জ নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। যেখানে প্রতিপক্ষ ভারত। বুধবার টানা ৪ বারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে সেমিফাইনালে লড়াতে নামছে সাবিনা বাহিনী। দক্ষিণ এশিয়ার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে এটাই বাংলাদেশ-ভারত প্রথম সেমিফাইনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩ টায়।
আগের ম্যাচে স্বাগতিক নেপালের কাছে হেরেছে সাবিনারা। আর সে কারণে হয়তো মানসিকভাবে কিছুটা পিছিয়ে থাকবে তারা। তবে সেটা মানতে নারাজ ডিফেন্ডার আঁখি খাতুন। তিনি বলেন, আশা করি, ভারতের সঙ্গে কোনো ভুল হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা একসঙ্গে অনেক দিন খেলছি, আশা করি একটা ভালো ম্যাচ উপহার দেবো।
বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, আমরা আগে নেপাল ও ভারতের সঙ্গে রক্ষণাত্মক ফুটবল খেলতাম, এবার আক্রমণাত্মক খেলবো। মণিকা ও মারিয়া স্বাভাবিক খেললে ওদের হারানো অসম্ভব নয়। আশা করি ভারতের সঙ্গে উপভোগ্য লড়াই হবে। চেষ্টা করব সর্বশক্তি দিয়ে খেলে জয় নিয়ে মাঠ ছাড়তে।