বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

না ফেরার দেশে রমেন রায় চৌধুরী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৮ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

না ফেরার দেশে চলে গেলেন কলকাতা বাংলা চলচ্চিত্রের প্রবীণ অভিনেতা রমেন রায় চৌধুরী।  দীর্ঘ রোগভোগের পর আজ সকালে তার জীবনাবসান হয়। মৃত্যুকালে  বয়স হয়েছিল ৭৪ বছর। 

 

ভারতের এনডিটিভির প্রকাশিত খবরে বলা হয়েছে,বেশ কয়েকদিন আগে ক্যান্সারে আক্রান্ত হন তিনি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও একই রকম সাবলীল ছিলেন প্রয়াত অভিনেতা।  একটা সময় নিয়মিত নাটক এবং যাত্রাও করতেন।  বাংলার জনপ্রিয়তম কয়েক জন পরিচালকের সঙ্গে কাজ করেছেন রমেন।  

 

তপন  সিনহা পরিচালিত সবুজ দ্বীপের রাজা বা বাঞ্ছারামের বাগান ছবিতে তার অভিনয় দর্শকদের মন কেড়েছে। তাছাড়া  ২০০৩  সালে গৌতম ঘোষের ছবি  আবার অরণ্য-তেও  দেখা গিয়েছে  তাকে। ছবির  পাশাপাশি ছোট পর্দাতেও তার অভিনয়  দর্শকদের মন কেড়েছে।

এদিকে চলিত সপ্তাহের শুরুতেই বাঙালি দর্শক কে কাঁদিয়ে বিদায় নিয়েছেন ‘পটলডাঙার  টেনিদা'। সেই রেশ কাটার আগেই প্রয়াত হলেন রমেন রায় চৌধুরী।