রোববার   ২৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৫ ১৪৩১   ১৯ শাওয়াল ১৪৪৫

ওয়ার্দা রিহাব ও অণিমা রায়ের নির্দেশনায় ‘চিত্রাঙ্গদা’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৭ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বুধবার থেকে অনুষ্ঠিত হবে দু'দিন ব্যাপী ‘তৃতীয় সঙ্গীত উৎসব-২০১৯’। এ উৎসবের প্রথম দিন সন্ধ্যা ৭টায় পরিবেশিত হবে রবীন্দনাথ ঠাকুরের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। এটি পরিবেশন করবে জগন্নাথবিশ্ব বিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা। সঙ্গীত পরিচালনা করবেন জবির সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক অনিমা রায় এবং নৃত্য পরিচালনায় থাকবেন ওয়ার্দা রিহাব।

 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যনাট্য হিসেবে ‘চিত্রাঙ্গদা’ লিখে শেষ করেন ১৮৯২ সালে। ১৯৩৬ সালে সেই কাব্যনাট্যকে রূপান্তরিত করেন নৃত্যনাট্যে। মহাভারতের কাহিনির ভিত্তিতে রচিত এই নৃত্যনাট্যের আখ্যান ভাব একদিকে যেমন প্রথাগত, তেমনি এর বাণী সম্পূর্ণ আধুনিক। ‘নারীকে চিনতে হবে তার স্বরূপে, তার আত্মশক্তিতে, শুধু বহির্গত সৌন্দর্যে নয়’-নাটকের এই বাণী নারী স্বাধীনতার প্রবক্তাদের এখনো প্রবলভাবে আন্দোলিত করে।

 

প্রথমবারের মতো কোনো বিশ্ববিদ্যালয় হিসেবে জবি চিত্রাঙ্গদা মঞ্চস্থ করার উদ্যোগ নিয়েছে। এরজন্য দীর্ঘ চার মাস প্রস্তুতি নিয়েছে সঙ্গীত বিভাগ। সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক অনিমা রায় বলেন, এটি আমাদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী নাট্য প্রয়াস। এর জন্য চার মাসেরও বেশি সময় ধরে প্রস্তুত হতে হয়েছে।

নাটকটি প্রসঙ্গে নৃত্য পরিচালক ওয়ার্দা রিহাব বলেন, মণিপুর রাজার ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে। যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল তখন রাজা তাকে পুত্র রূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদ-নীতি। অর্জুন দ্বাদশবর্ষব্যাপী ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের আখ্যান আরম্ভ।