অস্ট্রেলিয়া ভ্রমণে বাংলাদেশের সতর্কতা জারি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:০৮ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার
এবার অস্ট্রেলিয়াতে ভ্রমণেও সতর্কতা জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ সতর্কতা জারি করে।
সতর্কবার্তায় জানানো হয়েছে, যেসব বাংলাদেশি অস্ট্রেলিয়ায় রয়েছেন এবং যারা সেখানে ভ্রমণে যেতে চান তারা যেন সব সময় সতর্ক থাকেন, বিশেষ করে পাবলিক প্লেসে।
ক্যানবেরাতে বাংলাদেশ মিশন তাদের সহায়তার জন্য সবসময় প্রস্তুত আছে। +৬১৪২৪৪৭২৫৪৪, +৬১৪৫০১৭৩০৩৫ ফোন করে তথ্য জানা যাবে।
সতর্কবার্তায় আরো জানানো হয়েছে, একজন অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন ট্যারান্ট নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুক হামলায় ৫০ জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। যারমধ্যে ৫ জন বাংলাদেশি বংশোদ্ভূত রয়েছেন। এছাড়া আরো তিনজন বাংলাদেশি আহত অবস্থা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলাকারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
‘হামলার আগে তিনি নিজেকে একজন বর্ণবাদী অভিহিত করে ৭৪ পৃষ্ঠার একটি ম্যানিফেস্টো প্রকাশ করেন। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে অস্ট্রেলিয়ার একজন সিনেটর এক বিবৃতি ইস্যু করে মসজিদে হামলার জন্য মুসলিমদের দায়ী করেন। অস্ট্রেলিয়ার একজন আইন প্রণেতার মন্তব্যের পর আশঙ্কা করা হচ্ছে অস্ট্রেলিয়ায় বর্ণবাদ বাড়তে পারে।’
উল্লেখ্য, গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করে ব্রেন্টন ট্যারান্ট নামে অস্ট্রেলিয়ার এক নাগরিক। ওই হামলায় নিহতদের পাঁচজন বাংলাদেশি, আহতদের মধ্যেও তিনজন প্রবাসী রয়েছেন বলে জানা গেছে।
