শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০২ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় গুলশান থানায় মামলা হয়েছে। 

নিহত আবরারের চাচা বাদি হয়ে গতকাল মঙ্গলবার রাতে গুলশান থানায় মামলা করেন।সকালে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) জাগাঙ্গীর আলম বলেন, গতকাল রাতে নিহতের চাচা বাদী হয়ে থানায় মামলা করেছেন। 

মঙ্গলবার ক্লাসে যাওয়ার জন্য সকাল ৭ টার দিকে নগরীর নর্দ্দায় যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়ে থাকা বিইউপির বাসে উঠতে যাওয়ার সময় 
জেব্রাক্রসিংয়ে সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালে তার মৃত্যু হয়।