শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

চতুর্থ দিনে কত আয় করেছে সারার ‘কেদারনাথ’?

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৬ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার

নবাগতা সারা আলি খান ও সুশান্ত সিং রাজপুত অভিনীত কেদারনাথ চারদিন শেষে ৩২কোটি টাকা আয় করেছে- জানালেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। সোমবার ওই ছবির জন্য একটা কঠিন পরীক্ষার দিন হলেও কেদারনাথের বক্স অফিসের জার্নি থেমে থাকেনি। চতুর্থ দিনের শেষে তাদের ঝুলিতে উঠে এসেছে ৪.২৫ কোটি টাকা। বর্তমানে কেদারনাথের ঝুলিতে জমা হয়েছে মোট ৩২ কোটি টাকা। অভিষেক কাপুর পরিচালিত ছবি সম্পর্কে তরণ আদর্শ বলেন, সোমবারের কঠিন পরীক্ষায় পাশ করে গেছে কেদারনাথ!

এর আগে মিস্টার আদর্শ জানান সপ্তাহ শেষে কেদারনাথের আয় ভালো হলেও তার ওই দু’দিনের আয়ের ওপরেই ছবির ভাগ্য নির্ধারণ করছে। কারণ তারপর ২১শে ডিসেম্বর শাহরুখের জিরো এবং ২৮শে ডিসেম্বর রণবীর সিংয়ের সিম্বা মুক্তি পেলে দর্শকদের ‘কেদারনাথ’ দেখার উৎসাহে ভাটা পড়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার কেদারনাথ মুক্তি পাওয়ার পর সারা আলি খানের অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করে। এনডিটিভির  রিভিউতে শৈবাল চট্টোপাধ্যায় লেখেন, সুশান্ত সিং রাজপুতের দুর্দান্ত অভিনয় সত্বেও ছবিতে সকলের নজর কেড়েছে নবাগতা সারার অভিনয়।

 

২০১৩ সালে কেদারনাথের বিধ্বংসী বন্যার প্রেক্ষাপটে তৈরি এক প্রেমের গল্প কেদারনাথ, যেখানে সুশান্ত সিং রাজপুত একজন মুসলিম কুলি ও সারা একজন হিন্দু পুরোহিতের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।