শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

অ্যান্ড্রয়েড অ্যান্টিভাইরাস অ্যাপের অধিকাংশই ভুয়া

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার

স্মার্টফোনকে নিরাপদ রাখতে অ্যান্টিভাইরাস অ্যাপ ইন্সটল করেন অনেকেই। কিন্তু আপনি জানেন কি? এসব অ্যাপের অধিকাংশই ভুয়া! অ্যাপগুলো কোনো ধরনের কাজই করে না বলে নতুন এক রিপোর্টে উঠে এসেছে। প্রতিবেদনটি প্রকাশ করেছে অস্ট্রিয়া ভিত্তিক অ্যান্টিভাইরাস পরীক্ষার প্রতিষ্ঠান এভি-কর্পোরেশন। 

সংগঠনটি বলছে, যেসব অ্যান্ড্রয়েড সিকিউরিটি অ্যাপ রয়েছে তার মধ্যে দুই তৃতীয়াংশ কোনো উপকারেই আসে না। এগুলো শুধু বিজ্ঞাপনের জন্যই ব্যবহার করা হয়। প্রতিষ্ঠানটি চলতি বছরের শুরুতে বা জানুয়ারি মাসে ওই জরিপটি পরিচালনা করেছে গুগল প্লে স্টোরে পাওয়া যাওয়া ২৫০টি অ্যাপের উপর নির্ভর করে। রিপোর্টে পাওয়া যে ফলাফল সেখানে কিছু অযৌক্তিক বিষয় ধরা পড়ে।

 

পরীক্ষায় দেখা যায়, যেসব অ্যাপকে খুব হাইলাইট করা হয়েছে সেগুলো ডিভাইসের বর্তমান অবস্থা তুলে ধরে। কিন্তু প্রকৃত অর্থে সেটা পারে না। সেটার পরিমাণ একেবারেই নগণ্য। ২৫০টি অ্যাপ পরীক্ষা করে দেখা গেছে তার মধ্যে মাত্র ৮০টি ম্যালওয়্যার সনাক্ত করতে পারছে। মানে মাত্র ৩০ শতাংশ কাজ করছে। এগুলো প্রত্যেকটা আলাদা করে পরীক্ষা করে এমন ফলাফল পাওয়া গেছে বলে গবেষকরা দাবি করেছেন।

এভি-কর্পোরেশনের এক মুখপাত্র বলেন, অ্যান্ড্রয়েডে সিকিউরিটি হিসেবে যেসব অ্যাপ আছে তার বেশিরভাগই দেখা যায় ম্যালওয়্যার সনাক্ত করতে পারে না। এমনকি সেগুলোর নিজেদেরও নিরাপত্তা ত্রুটি রয়েছে। এসব অ্যাপ ব্যবহারে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।