শুক্রবার   ২৫ জুলাই ২০২৫   শ্রাবণ ৯ ১৪৩২   ২৯ মুহররম ১৪৪৭

হুয়াওয়ের নতুন ফোনে ৪০ মেগাপিক্সেল লেন্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:০৪ পিএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার

এ মাসের শেষ সপ্তাহেই বাজারে আসছে হুয়াওয়ের পি-৩০ সিরিজ। জানা যায়, এই সিরিজের পি-৩০, পি-৩০ প্রো ও পি-৩০ লাইট শিরোনামের তিনটি ডিভাইস রয়েছে। এরমধ্যে পি৩০ প্রোতে থাকবে ৪০ মেগাপিক্সেল লেন্স, ২০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, টাইম টু ফ্লাইট (টিওএফ) সেন্সর ও ১০ এক্স জুম প্রযুক্তির ক্যামেরা।

শুধু তাই নয়, পি৩০ প্রোতে পেরিস্কোপ ক্যামেরা সিস্টেমের মাধ্যমে এর সুপারজুম ফিচার ব্যবহার করা যাবে। পেরিস্কোপ ক্যামেরা সিস্টেমে ৭.৮ এক্স জুমের ফোকাল লেন্থ হবে ১৩৫মিলিমিটার। যা সফটওয়্যার ও মেইন ক্যামেরার ডেটার মাধ্যমে ছবিকে ১০ এক্স জুম এ পরিণত করবে। এর ফলে চাঁদের ছবি বা কনসার্ট রুমের ছবি জুম করে তোলা সম্ভব হবে।

 

পি-৩০ প্রোতে থাকবে টিয়ার ড্রপ নচসহ ৬ দশমিক ৪৭ ইঞ্চির ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকবে কিরিন ৯৮০। র‍্যাম থাকবে ৮ জিবি। ফোনটি ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। ব্যাটারির শক্তি হবে ৪২০০ এমএএইচ। এতে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি থাকতে পারে ফেইস আনলক সিস্টেম।

পি৩০ ফোনে থাকবে ৬ দশমিক ১ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে। পেছনে থাকবে ৩টি ক্যামেরা। প্রসেসর হিসেবে থাকবে কিরিন ৯৮০ চিপসেট।হুয়াওয়ে পি৩০ সিরিজের ফোনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আরো ১০ দিন অপেক্ষা করতে হবে।