রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৬ ১৪৩২   ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

মেহেদির রঙ গাঢ় করবেন যেভাবে

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার

যেকোনও উপলক্ষে হাতভর্তি মেহেদি নিয়ে আসে উৎসবের আমেজ। কিন্তু মেহেদির রঙ ফ্যাঁকাসে হলে পুরো সাজসজ্জাই মাটি! গাঢ় ও সুন্দর রঙ পেতে চাইলে মেনে চলতে হবে কয়েকটি ঘরোয়া পদ্ধতি।

 

  • মেহেদি শুকিয়ে গেলে চিনি ও লেবুর মিশ্রণ লাগান। মিশ্রণটি সামান্য গরম করে নেবেন ব্যবহারের আগে। ১৫ মিনিট পর মেহেদি উঠিয়ে সরিষার তেল ঘষে নিন।
  • লবঙ্গ পোড়ানো ধোঁয়া লাগান হাতে। মেহেদির রঙ টেকসই হবে।
  • মেহেদির লাগিয়ে রাতে শুয়ে পরতে পারেন। ঘুমানোর আগে হাতে গ্লাভস পরে নেবেন। এটি হাত গরম রাখবে ও মেহেদির রঙ গাঢ় করবে। 

জেনে নিন

  • মেহেদির লাগানোর আগে হাত ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নেবেন। হাতে যেন লোশন বা ক্রিম জাতীয় কিছু না থাকে।
  • মেহেদি হেয়ার ড্রায়ার বা রোদে শুকাবেন না। প্রাকৃতিক বাতাসে শুকান।
  • মেহেদি উঠিয়ে ফেলার সঙ্গে সঙ্গে সাবান দিয়ে হাত ধোবেন না।