বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

মোহামেডানকে বাস উপহার ইউনাইটেড গ্রুপের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের খেলোয়াড়দের যাতায়াতের জন্য একটি নিশান এসি কোস্টার বাস উপহার দিয়েছে ইউনাইটেড গ্রুপ। সোমবার ক্লাব কর্মকর্তাদের কাছে নতুন এ বাসটি হস্তান্তর করেছেন ইউনাইটেড পাওয়ার ডিভিশনের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মো. আব্দুল মুবীন।

এ সময় ইউনাইটেড গ্রুপের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ ব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দীন হাসান রশীদ, পরিচালক ফরিদুর রহমান খান ও মালিক তালহা ইসমাইল বারি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি চৌধুরী মফিজুর রহমান ও জিএম মেজর এ এন এম শহিদুল আলম উপস্থিত ছিলেন।

 

উপস্থিত ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডাইরেক্টর ইনচার্জ মো. লোকমান হোসেন ভূঁইয়া ,পরিচালক জাকারিয়া পিন্টু, হানিফ ভূঁইয়া, সারওয়ার হোসেন, স্থায়ী সদস্য রেজাউর রহমান সোহাগ, জামাল রানা, কামরুল হাসান চৌধুরী ও এ কে এম কামরুজ্জামান হিরু।