বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

ভ্রমণে গিয়ে হোস্টেলে থাকুন, খরচ বাঁচান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২১ পিএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার

আজকাল সবাই ঘুরতে পছন্দ করে। অনেকে দেশ ডিঙিয়ে দেশের বাইরেও ঘুরছে। তবে বিদেশ ভ্রমণে খুব বেশি সঙ্গী পাওয়া যায় না। সেকারণে একা কিংবা দুজনের ভ্রমণে খরচ বেড়ে যায় অনেকাংশে। কিন্তু ট্রাভেল হোস্টেলে থেকে সে খরচটা কমানো সম্ভব।

 

হোস্টেল শব্দটা শুনলেই স্কুল কিংবা কলেজ এর কথা মনে পড়ে যায়। তবে ট্রাভেল হোস্টেল সেরকম নয়। অনেকে ট্রাভেল ডর্মও বলে থাকেন। যারা বাজেট ট্রাভেলার, যারা একটু সস্তায় ঘুরতে চান কিংবা থাকার পেছনে খরচ না করে সেই টাকা দিয়ে বাড়তি দুটো দিন ঘুরতে চান একই খরচে, ট্রাভেল হোস্টেল হতে পারে তাদের জন্য অসাধারণ একটি জায়গা।

 

অনেকে প্রশ্ন করেন এই হোস্টেলটা কি? হোটেল আর ট্রাভেল হোস্টেলের মধ্যে পার্থক্য হচ্ছে, একটা বেশ বড় ঘরে বেশ কয়েকটা সিঙ্গেল বেড বসিয়ে দিয়ে সেখানে ট্রাভেলারদের রাত কাটানোর ব্যবস্থা। অনেক সময় থাকে দোতলা বেডও। হোটেলে যেমন একরুমে আপনি একাই নিজের মত থাকেন হোস্টেলে রুম শেয়ার করতে হয় আরেকজনের সাথে। এই কারনে হোস্টেল এর ভাড়া ৫০-৭০% কম হয় হোটেল থেকে। এয়ার কন্ডিশন রুম যেখানে আপনি ১৫০০ টাকার কমে পাবেন না সেখানেই আপনি এয়ার কন্ডিশন হোস্টেল দু-তিনশত টাকায় পেয়ে যাবেন।

এখন রুম শেয়ার বলতে এই না যে একই বিছানায় ঘুমাতে হবে।  সব হোস্টেলেই বাঙ্ক বেড থাকে, ট্রেনের স্লিপার কোচের মত উপর নিচে বেড। এমন এক রুমে ৪-১৬ টা বেড থাকতে পারে। ৪ বেডের রুমের ভাড়া বেশি আবার ১৬ বেডের রুমের ভাড়া কম। রুমে কতটা বেড তার উপর ভাড়া কমবেশি হয়।

এসব হোস্টেলে জিনিষপত্রের নিরাপত্তার জন্য লকারের ব্যবস্থা থাকে। তবে নিজের প্যাডলক বা ছোট তালা থাকতে হবে, সব হোস্টেল লকারের সঙ্গে তালা দেয় না। আর মেয়েদের জন্যেও নিরাপদ। প্রতিটা হোস্টেলেই দুই ধরনের রুম থাকে।  মিক্সড ডর্মেটরি (ছেলে মেয়ে উভয়েই থাকতে পারে) ও গার্লস ডর্মেটরি (শুধু মেয়েদের জন্য)। কিছু হোস্টেল আবার প্রাইভেট রুম সেবা দিয়ে থাকে, তবে সেগুলোর ভাড়া হোটেলের মতই।

 

হোস্টেলের সবচেয়ে ভাল দিক হল আপনি অনেক নতুন বন্ধু বানাতে পারবেন। বিভিন্ন দেশের মানুষের সঙ্গে আড্ডা দিতে পারবেন। হোস্টেলে যারা থাকে তাদের এভারেজ বয়স ১৮ থেকে ২৮ এর মধ্যে। একা ভ্রমণে গেলে হোস্টেল বেষ্ট একারণে যে আপনি কখনোই একা অনুভব করবেন না। ভ্রমন অভিজ্ঞতা ও পরিকল্পনা শেয়ার করে, কেউ গান গায় কেউ বা আবার গিটার বাজায়। রাতে ৮-১০ জন মিলে রাস্তায় ঘুরে বেড়ানো।

হোস্টেল ওয়ার্ল্ড নামে একটা অ্যাপ আছে যা দিয়ে সহজে বুকিং করা যায়। তাছাড়া বুকিং ডট কম তো আছেই।