বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ফ্লার্ট করেছিলো নিকের বন্ধুরা, বললেন পরিণীতি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩৯ এএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার

বড় বোনের বিয়ে। আর সেই বিয়ে বাড়িতে নতুন জামাইয়ের বন্ধুদের সঙ্গে চোখে চোখে কত কথাই তো হয় বোনেদের। সে সব না থাকলে আর বিয়েবাড়ির মজা কোথায়? চির চেনা এই ছবি শুধু আম-আদমির নয়। সেলেবদের জীবনেরও এই একই গল্প। 

প্রিয়াঙ্কার চোপড়ার বিয়েতে নিক জোনাসের বন্ধুরা নাকি পরিণীতির সঙ্গে ফ্লার্ট করেছিলেন। এ কথা শেয়ার করলেন নায়িকা নিজেই।

 

জোধপুরের উমেদ ভবনে বসেছিল নিক-প্রিয়াঙ্কার বিয়ের আসর। পরিণীতির আদরের মিমি দিদি হলেন প্রিয়াঙ্কা। সম্প্রতি এক চ্যাট শো-এ পরিণীতি হাসতে হাসতে বলেন, মিমি দিদির বিয়েতে নিকের বন্ধুরা লাইন মারছিল। কিন্তু আমি প্রশ্রয় দেইনি। বিয়ে যদি কখনো করি, তা হলে তৈরি হতে হবে। এখনো আমি বিয়ের জন্য তৈরি নই।

পরিণীতি আরো জানিয়েছেন, তুতো বোনেদের মধ্যে প্রিয়াঙ্কাই প্রথম বিয়ে করলেন। তাও ৩৬ বছর বয়সে। ফলে তার এখনো কম করে ছ’বছর সময় রয়েছে। 

এ ছাড়াও চোপড়া পরিবারের সিনিয়ররা নাকি মেয়েদের বিয়ে দেয়ার জন্য কোনো চাপ তৈরি করেন না। ফলে যখন নিজের মনে হবে, তখনই বিয়ে করবেন বলে জানিয়েছেন পরিণীতি।