রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৬ ১৪৩২   ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

উকুন দূর করে মায়োনিজ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার

উকুনের যন্ত্রণায় অস্থির? খুব সহজেই উকুন দূর করার একটি কার্যকর পদ্ধতি হচ্ছে মায়োনিজ। ক্ষতিকারক ওষুধের বদলে তাই উকুনের বংশ একেবারে নির্মূল করতে ব্যবহার করতে পারেন মায়োনিজ। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।


পরিমাণ মতো মায়োনিজ চুলের গোড়ায় লাগিয়ে নিন। ঘন করে লাগাবেন। শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন দুই ঘণ্টা। শাওয়ার ক্যাপ খুলে চুল আঁচড়ে নিন মোটা দাঁতের চিরুনি দিয়ে। খুব ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন চুল। উকুন নির্বংশ তো হবেই, পাশাপাশি চুল হবে ঝলমলে ও নরম।
আরেকটি ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন উকুন দূর করার জন্য। দেড় লিটার পানিতে ১ চা চামচ লবণ মিশিয়ে চুল ধুয়ে নিন। ৫ মিনিট অপেক্ষা করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে কয়েকবার ব্যবহার করলে উকুন দূর হবে।