নিউজিল্যান্ডে হামলায় নিহতের ঘটনায় মন্ত্রিসভায় শোক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:০০ পিএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় বাংলাদেশিসহ ৫০ জন নিহত হওয়ার ঘটনায় মন্ত্রিসভার বৈঠকে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে এ শোক প্রস্তাব গৃহীত হয়েছে বলে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
উল্লেখ্য, শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটো মসজিদে বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহত হয়। এ ঘটনায় অন্তত ২০ জন গুরুতরভাবে আহত হয়েছেন।
