প্রধানমন্ত্রীকে ট্রুডোর ফোন; শোক প্রকাশ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন বাংলাদেশি নিহত হওয়ায় দূঃখ প্রকাশ ও নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
সোমবার সকালে দুই প্রধানমন্ত্রীর মধ্যে ২০ মিনিটের মতো ফোনালাপ হয় বলে জানায় প্রধানমন্ত্রী কার্যালয়। এসময় কানাডার প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও শোক জানান।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যদের কোনোরকম ক্ষতি না হওয়ায় জাস্টিন স্বস্তি প্রকাশ করেন। দুই প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে কাজ করারও আহ্বান জানান।
শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চে দুই মসজিদে এক শ্বেতাঙ্গ খ্রিস্টান সন্ত্রাসীর গুলিতে কয়েকজন ৫ বাংলাদেশিসহ কমপক্ষে ৫০ জন নিহত হন। আহত হন আরো ৪৬ জন, যাদের ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।
