স্কুল ভলিবল থেকে প্রতিভা বাছাই করবে ফেডারেশন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১৯ পিএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার

ঢাকা মহানগরী স্কুল ভলিবল থেকে প্রতিভা বাছাই করে তাদের বিশেষ প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। সোমবার টুর্নামেন্টপূর্ব সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা বলেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। সোমবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে চার দিনব্যাপী এ প্রতিযোগিতা।
স্কুল ভলিবল প্রতিযোগিতা পৃষ্ঠপোষকতা করছে পানাম গ্রুপ। বালক বিভাগে ২২ টি ও বালিকা বিভাগে ১২ টি স্কুল অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়। বালক বিভাগের দলগুলো খেলছে ৭ গ্রুপে ভাগ হয়ে এবং বালিকারা খেলবে ৪ গ্রুপে ভাগ হয়ে।
১৯৯৩ সাল থেকে বালক ও ১৯৯৫ সাল থেকে বালিকাদের নিয়ে হয়ে আসছে এই স্কুল টুর্নামেন্ট। তবে পৃষ্ঠপোষকতার অভাবে মাঝেমধ্যেই ছন্দপতন হচ্ছে। যে কারণে, ২৬ বছরে ছেলেদের টুর্নামেন্ট হয়েছে ১১ টি এবং ২৪ বছরে মেয়েদের টুর্নামেন্ট হয়েছে ১০টি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, তারা এখন প্রিমিয়ার, প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ লিগ করে থাকে। স্কুল ভলিবল নিয়মিত করে তারা তৃতীয় বিভাগ লিগ আয়োজনের কথাও ভাবছেন।