রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৬ ১৪৩২   ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

ত্বকের যত্নে গোলাপের ময়েশ্চারাইজার

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৯ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার

শীতে ত্বক ফাটা রোধ করতে খানিকটা বাড়তি যত্ন তো নিতেই হয়। ত্বক কোমল রাখতে এসময় ব্যবহার করতে পারেন ঘরে তৈরি ময়েশ্চারাইজার। প্রাকৃতিক উপাদানের তৈরি এই ময়েশ্চারাইজার পুরো শীতকাল জুড়েই আপনার ত্বক রাখবে সুন্দর ও নরম। জেনে নিন গোলাপের ময়েশ্চারাইজার কীভাবে তৈরি করবেন।

 

  • মিক্সারে ১/৩ কাপ সিয়া বাটার নিন। এটি বাদাম থেকে তৈরি এক ধরনের বাটার যা পেয়ে যাবেন যেকোনও সুপার শপে।
  • ৩ থেকে ৪ টেবিল চামচ নারকেল তেল দিন বাটারের সঙ্গে। উপকরণ দুটি ভালো করে মিক্স করুন।
  • গোলাপের পাপড়ি ধুয়ে শুকিয়ে গুঁড়া করে নিন। ১ টেবিল চামচ গুঁড়া দিন বাকি দুই উপকরণের মিশ্রণে।
  • সব উপকরণ মিহি হওয়া পর্যন্ত একসঙ্গে ফেটান।
  • মিহি পেস্ট তৈরি হলে মুখবন্ধ বয়ামে রেকেহ দিন ফ্রিজে। প্রতিদিন ব্যবহার করুন ত্বকে।