গ্রিন-টি‘তে মেদ ভুড়ি গয়েব!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:০৫ পিএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার

শরীরের অতিরিক্ত মেদ নিয়ে অনেকেই চিন্তিত। ওজন কমাতে চান? শুধুমাত্র এক কাপ গ্রিন-টি এ ক্ষেত্রে আপনার বন্ধু হয়ে উঠতে পারে বলে এক সমীক্ষায় প্রকাশিত হয়েছে। নিউট্রিশন বায়োকেমিস্ট্রির একটি জার্নালে সম্প্রতি এই সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সেখানে একদল ইঁদুরের উপর পরীক্ষা করে দেখানো হয়েছে, হাই ফ্যাট ডায়েট সাপ্লিমেন্ট যুক্ত খাবার খাওয়ার পরেও যারা গ্রিন টি পান করেন তারা অন্তত একই খাবারে অভ্যস্ত অন্যদের তুলনায় কুড়ি শতাংশ কম ওজন বৃদ্ধির সমস্যায় ভোগে। এমনকি তাদের শরীরে ইনসুলিন রেজিস্টেন্সও অন্যদের তুলনায় ভালো হয়।
একদল ইঁদুরের উপরে পরীক্ষা চালাতে একই খাদ্যাভ্যাসের সঙ্গে কয়েকটিকে গ্রিন টি খাওয়ানো হয়েছিল। দেখা গিয়েছে যারা গ্রিন টি খায়নি তাদের তুলনায় যারা গ্রিন টি খেয়েছে তাদের ওজন বৃদ্ধির সমস্যা কম হয়েছে এবং ইনসুলিন রেজিস্টেন্স অনেক বেশি সুস্থভাবে ঘটছে। যেসব ইঁদুরদের ২ শতাংশ গ্রিন টি খাওয়ানো হয়েছিল তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে গাটের স্বাস্থ্য ও সুস্থতা অনেক বেশি ভালোভাবে ঘটেছে। গাটের দুর্বলতা সমস্যাকে ‘লিকি গাট' বলে অভিহিত করা হয়। এই একই সমস্যা মানব দেহেও দেখা যায়।
গবেষণার মুখ্য লেখক রিচার্ড ব্রুনোর মতে, গ্রিন-টি গাটে ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি ও বিকাশের সহায়ক হয়। শরীরের মধ্যে অজস্র ভালো উপাদানের সঞ্চার করে, স্থূলতার সমস্যাকে কমিয়ে দেয়। সমীক্ষাকারী দলটি প্রায় এক সপ্তাহ ধরে ইঁদুরের উপরে পরীক্ষা চালিয়েছে। সব ইঁদুরকে হাই ফ্যাট ডায়েট দেয়া হয়েছিল। যা ছিল ফ্যাট তৈরির সহায়ক। কিন্তু পাশাপাশি কিছু ইঁদুরকে গ্রিন টি এক্সট্রাক্ট খাবারে মিশিয়ে দেয়া হয়েছিল। দেখা গিয়েছে যারা গ্রিন টি এক্সট্রাক্ট খেয়েছে সেসব ইঁদুরদের ক্ষেত্রে মোটা হওয়ার প্রবণতা কম দেখা গিয়েছে এবং তাদের ইনসুলিন রেজিস্টেন্স খুবই ভালো।