বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

কাপড়ের দাগ তোলার সহজ উপায়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৩ পিএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার

হরহামেশাই কাপড়ে দাগ পড়তে পারে। ঘরে কিংবা বাইরে অসাবধানতাবশত ছোট খাট দাগ লেগেই থাকে কাপড়ে আর তা স্বাভাবিক। এছাড়া নতুন কোনো কাপড় পরে রান্না করলে মসলা বা তেল লাগবেই। আবার অনেক সময় রেস্টুরেন্টে বা কোনো অনুষ্ঠানে গেলে ভালো জামা কাপড়ের উপর খাবারের ঝোল পড়তে পারে। এতে অনেক সময় ভালো বা দামী কোনো শাড়ি বা জামা নষ্ট হয়ে যায়। এ তেলের বা ঝোলের দাগ তোলার সহজ কিছু উপায় রয়েছে। সেগুলো সম্পর্কে জেনে নিন-

চক দিয়ে খুব সহজেই তেল বা ঝোলের দাগ তোলা যায়। চক এমনই একটি জিনিস যা তরল জিনিসকে খুব সহজে গ্রহণ করতে পারে। তৈলাক্ত বা জেদী দাগ খুব সহজেই চক দিয়ে তুলে ফেলা যায়। যদি কাপড়ের কোথাও তেল চিটচিটে দাগ পরে তবে সেখানে দাগের উপর চক দিয়ে বেশ কিছু সময় ঘষতে হবে। কিছু সময় ঘষলেই কাপড়ের দাগ আস্তে আস্তে উঠে যাবে। কারণ চক কাপড়ের দাগ আস্তে আস্তে শুষে নিবে। তাই যারা জিম করে থাকেন তারা চকের গুঁড়ো হাতে মেখে নেয়। কারণ চকের গুঁড়ো হাতে মাখলে হাত শুষ্ক থাকে। ঘামে কখনো পিচ্ছিল হয়না। কারণ চক তরল জিনিস খুব চট করেই শোষণ করে নিতে পারে। 

আবার বেবি পাউডার দিয়েও খুব সহজেই দাগ তুলে নিতে পারেন। যেমন: কোনো অনুষ্ঠানে গেলে একটা চক সঙ্গে করে নিয়ে যেতে পারেন। এটা দিয়ে খুব সহজে জামা কাপড়ের উপরের দাগ তুলে নিতে পারবেন। আবার চক শুধু কাপড়ের দাগ নয়, লিপস্টিকের দাগও তুলতে পারে। কিন্তু চক দিয়ে দাগ তোলার সময় ব্ল্যাক বোর্ডের সাদা ও শক্ত চক ব্যবহার করতে হবে। দাগ তোলার জন্য শিশুদের ব্যবহৃত মোমের চক কিছুতেই ব্যবহার করা যাবেনা। এটি কাপড়ের ক্ষতি করে থাকে। একটা কথা মনে রাখতে হবে, কাপড়ের উপর ঝোল পড়ার সঙ্গে সঙ্গে চক ব্যবহার করতে হবে। নাহলে কাপড়ের দাগ কখনো উঠবে না। 

 

চক ব্যবহারের পদ্ধতি: যখন কাপড়ে খাবার বা তেল পড়বে তখনই সঙ্গে সঙ্গে একটা তোয়ালে বা পেপার কাগজ দিয়ে চেপে চেপে শুষে নিতে হবে। বেশি ঘষবেন না তবে দাগ কাপড়ে আরো ছড়িয়ে যেতে পারে। তারপর দাগ পড়ার স্থানে ভালো করে চক ঘষতে হবে। কিছু সময় পর দাগ পড়ার স্থানে ডিটার্জেন্ট দিয়ে একটু ধুয়ে নিতে হবে। তবে কাপড়ের দাগ আস্তে আস্তে উঠে যাবে।