বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

চরিত্র শ্রীদেবীর, অভিনয় বিদ্যার!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৮ এএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার

বলিউড শ্রী-হীন হয়ে বছর ঘুরেছে। তবু কেউ এতটুকুও ভোলেনি তাকে। এবার ফের একবার শ্রীদেবীর স্মৃতি উসকে দিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন। শ্রীদেবীর বায়োপিকে অভিনয় করতে চান বিদ্যা। 

সম্প্রতি সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। বিদ্যা বালান বলেন, এই কাজ করতে যথেষ্ট সাহস দরকার। তবে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে আমি এটা করতে চাই। 

এর আগে ২০১৭-তে মুক্তি পায় তুমহারি শুলু ছবিটি। সেখানে শ্রী দেবীর হাওয়া হাওয়াই গানের রিমিক্স ভার্সনে নাচতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। একদিকে অভিনেত্রী যেমন চাইছেন শ্রীদেবীর বায়োপিকে অভিনয়, অন্যদিকে বহু পরিচালকও ইতোমধ্যেই শ্রীদেবীকে নিয়ে কাজ করা ইচ্ছেও পোষণ করেছেন।