বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

এবার বড় পর্দায় বন্যা মির্জা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩২ এএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার

নাটকে ইদানিং কম দেখা গেলেও মিডিয়াতে সরব জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। এবার বড় পর্দায় কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

হাসান আজিজুল হকের ‘ঘর গেরস্থি’ গল্প নিয়েই নির্মাণ করা হচ্ছে সিনেমাটি। আকরাম খানের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করছেন মাসুদুর রহমান রামিন। চলচ্চিত্রটি সরকারি অনুদানে নির্মাণ হচ্ছে।

এ বিষয়ে বন্যা মির্জা বলেন, ‘হাসান আজিজুল হকের লেখা গল্পের সিনেমাতে অভিনয় করছি এটা আমার কাছে অন্যরকম ভালো লাগা। সিনেমাটি মূলত মুক্তিযুদ্ধের কিছু গল্প নিয়েই নির্মাণ হচ্ছে। আমার বিশ্বাস ভালো একটি সিনেমা হবে এটি।’